সিটিজেন জার্নালিস্ট(জিমি): সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন হয়েছে। উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় গতকাল সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে উন্নয়ন মেলা অনুষ্ঠিত ভাবে উদ্বোধন করা হয়। সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পূর্বে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেডিয়ামে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় অতি: সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ রওনক মাহমুদ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন আলী, স্থানীয় সরকার বিভাগের ডিডি শাহ আবদুস সাদী, পৌর মেয়র তাসকিন আহমেদ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডিডি আলহাজ্ব আব্দুল মান্নান, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, অতি: জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হান্নান, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায়, সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আফজাল হোসেন,জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক জনাব রওশন আরা জামান, সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব তাহমিনা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা এসএম আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেল সুপার আবু জাহেদ, সমাজসেবা ডিডি দিবাশিষ সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ হাসানুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নকিবুল হাসান, এমওসিএস, ডাঃ জয়েন্ত কুমার,জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশেম, সদর থানার ওসি জনাব মোস্তাফিজুর রহমান, নায়েক সুবেদার আব্দুস সালাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, ফারহা দিবা খান সাথী সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।