সারাদেশের ন্যায় সাতক্ষীরায় শুরু হওয়া তিন দিন ব্যাপি উন্নয়ন মেলায় ননস্টপ সেবা দিয়ে যাচ্ছেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উন্নয়ন মেলায় জেলা পরিবার পরিকল্পনা সাতক্ষীরা এর সুযোগ্য উপ-পরিচালক জনাব রওশন আরা জামানের দিক নির্দেশনায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের দক্ষ পরিচালনায় মেলার স্টল থেকে এমবিবিএস ডাক্তার দিয়ে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানের মধ্যে দিয়ে ননস্টপ স্বাস্থ্য ও পঃপঃ সেবা এ প্রতিষ্ঠানটি।
মেলার তৃতীয় দিনে ও শেষ দিনে প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার শেষের দিনে মেলার মধ্যে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে জেলা জেলা পরিবার পরিকল্পনার স্টলে এসে কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শন কালে তিনি দেখতে পান মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ লিপিকা বিশ্বাস মেলায় আগত মহিলাদের কে ব্লাড প্রেসার মেপে দেখছেন ও তাদের বিভিন্ন শারীরিক সমস্যার কারনে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন।স্টলে আগত বিভিন্ন সক্ষম দম্পতিদের হাতে জন্ম নিয়ন্ত্রন পদ্ধতির বিভিন্ন লিফলেট তুলে দেওয়া হয়।
এছাড়াও গর্ববতী মহিলাদের কে বিনামূল্যে আয়রন ও ক্যালসিয়াম ঔষধ বিতরন করা হয়েছে।অপরদিকে সদর উপজেলার মেডিকেল অফিসার Momch-fp ডাঃ মোঃ আমিনুল ইসলাম মেলায় আগত বিভিন্ন পুরুষদের কে চুলকনা পাঁচড়া,আমাশয়,জ্বর,এককথায় সাধারন রোগের চিকিৎসা প্রদান করেন।মেলায় আগত নারী-পুরুষ এই সেবা কেন্দ্র থেকে বিনামুল্যে ওজন পরিমাপ করে হাসিমুখে বাড়ি ফিরে যাচ্ছেন।উন্নয়ন মেলায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের এই বিনা মুল্যে চিকিৎসা দেখে সদর এমপি মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ,এডিসিসি ডাঃজিএম মুজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ইউএনও তহমিনা খাতুন,সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার নকিবুল হাসান, মেডিকেল অফিসার ডাঃপ্রবীর মুখার্জী,মেডিকেল অফিসার ডাঃরনজিত কুমার, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন , মেকানিক্যাল এ্যাসিস্টন্ট মোঃ আবু জামাল, অফিস সহকারি নাসির উদ্দিন, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক আব্দুল গফ্ফার। স্টলের সব চাইতে আকর্ষনীয় বিষয় ছিলো প্রজেক্টরের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রনে গৃহিত বিভিন্ন পদ্ধতি সমূহ প্রামাণ্যচিত্র আকারে প্রদর্শন করেন সদর উপজেলার ফ্যামিলি প্লানিং অফিসার জনাব নকিবুল হাসান।