বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু একাডেমী ও জেলা প্রশাসন যশোরের উদ্যোগে একাডেমী কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। প্রধান অতিথি ঈথকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য কর্মকর্তা এএসএম কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশীদ, শিক্ষক ও তির্যকের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতনসহ শিশু একাডেমীর কর্মীবৃন্দ। আলোচনা জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে। শুধু মেধাবী হওয়ায় যথেষ্ট না, সুন্দর স্বাস্থ্য এবং মননও জরুরী। আগামী প্রজন্মকে সংস্কৃতিবান জাতি হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর।
এদিকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে আজ সোমবার রয়েছে দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতা। আগামীকাল মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে থাকবে কন্যা শিশু সমাবেশ ও আলোচনা সভা। বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে শিশু সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভা। এছাড়া ১৩ অক্টোবর শেষ দিনে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন