সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আজ সাতক্ষীরাতে এসেছেন এস এম মোস্তফা কামাল। ২৩ সেপ্টেম্বর ২০১৮ রাষ্ট্রপ্রতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিক এক পত্রে এস এম মোস্তফা কামালকে সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে বদলীর আদেশ দেন। এর আগে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কৃতি সন্তান।
এদিকে আজ ৮ ই অক্টোবর রাত আনুঃ ৯ টার দিকে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কে ফুলের শুভেচ্ছা জানাতে সাতক্ষীরা সার্কিট হাউজে যান জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক কে ফুলের শুভেচ্ছা জানান,উপ-সচিব ও স্থানীয় সরকারের ডেপুটি ডাইরেক্টর জনাব জনাব শাহ্ আবদুল সাদী ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়।
এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব তহমিনা খাতুন,তালা উপজেলার নির্বাহী অফিসার সাজিয়া আফরিন,সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) জনাব হুমায়ুন কবির,সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের এনডিসি আমিনুল ইসলাম আপডেট সাতক্ষীরাকে জানান, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল রাতেই সাতক্ষীরায় পৌঁছেছেন। তিনি মঙ্গলবার যোগদান ও অফিস করবেন।
প্রাসংঙ্গতঃ সদ্য বদলী হওয়া ২০তম বিসিএস প্রশাসনের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ সচিব) হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। ২৫ ফেব্রুয়ারি তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।