স্টাফ রিপোর্টার ::
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী,সেন্ট্রাল ছাত্রলীগ সদস্য ওয়াহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদেক,স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, এড. সাইদুজ্জামান জিকো সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহেদ পারভেজ ইমন সহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রমনার বটমুলে ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এই মামলায় বিএনপির সিনিয়র ভাইচ চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে।