জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি সাতক্ষীরার অক্টোবর/১৮ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সন্মেলন কক্ষে মাসিক সভার সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জনাব মোঃ সাদিকুল ইসলাম তালুকদার।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি জনাব এইচ এম নূরুল হুদা জায়গীরদার মহোদয়।সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল,জেলার পুলিশ সুপার জনাব মোঃসাজ্জাদুর রহমান,সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জনাব আবু আহম্মেদ,সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পিপি এডভোকেট জনাব মোঃ ওসমান গনি,জেলা কারাগারের জেল সুপার সহ জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।সভায় প্রধান অতিথি বলেন যে সকল মামলার কোন সাক্ষী দীর্ঘ দিন যাবৎ কোর্টে স্বাক্ষী দিতে আসেনা, সে সব মামলা গুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে,যে সকল বিষয় গুলো অনেক ছোট খাটো বিষয়,সেগুলো স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে বিচার-শালিসের মাধ্যমে সমাধান করতে হবে।ছোট-খাটো বিষয়ে আদালত পর্যন্ত না আসার চেষ্টা করতে হবে।প্রধান অতিথি আরো বলেন আদালতে ধনী-দরিদ্র সবাই কে একই চোখে দেখতে হবে।ধনীদের কাছ থেকে সুবিধা নিয়ে গরীবদের কে বিপদে ফেলা যাবেনা।তাহলে আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে।সভা শেষ প্রধান অতিথি জেলা জজ কোর্ট আদালত,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অন্যান্য সরকারী কার্যক্রম পরিদর্শন করেন।