সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান (লাভলু) ও নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান (বাবু) এর পিতা লেখক, কবি, সাহিত্যিক বিদ্যানুরাগী, ধার্মিক, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাষ্টার তছির উদ্দীন আহমেদ (৮৯) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শুক্রবার রাত ১২.৪৫ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার বাদ যোহর প্রতাপনগর আল-আমিন আলিম মহিলা মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এপিএস ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান এর পরিচালনায় জানাযা নামাজ পূর্ব বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল মোমেন গাজী, প্রতাপনগর সিনিয়র মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ একেএম রুহুল আমিন, নওয়াবেঁকী কলেজের সাবেক উপাধ্যক্ষ ইকরামুল কবির (বাবলু), প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, অন্ধ হাফেজ শহিদুল্লাহ, মাওঃ ফজলুল হক। নামাজের ইমামতি করেন মাওঃ হায়াতুজ্জামান। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামী ৯ নভেম্বর শুক্রবার মরহুমের বাড়িতে দোয়়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।উক্ত দোয়া অনুষ্ঠানে ধর্মপ্রান সকল মুসলমান ভাই দের কে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান ও তার পরিবার। 

মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সূত্রঃ দৈনিক সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন