তালা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সকালে ভিডিও কনফারেন্স শেষে বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তালা উপজেলা প্রশাসন ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার পত্নী আতিকা রহমান মিলা, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশ, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) মোঃ অপু সরোয়ার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ হাসান মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, জেলা কৃষকলীগ সভাপতি বিশ^জিৎ সাধু, তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজয় বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান এবং আওয়ামী লীগনেতা সৈয়দ জুনায়েদ আকবর প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা, খুলনা, সাতক্ষীরা ও তালা এলাকার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে ১৫৮ কোটি টাকা ব্যয়ে ৭২ হাজার ৪৬৫টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন