সিটিজেন জার্নালিস্ট(জিমি): সাতক্ষীরা জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃংখলা, বাল্য বিবাহ, সহ বিভিন্ন বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
তিনি বলেন বর্তমান দেশের সামগ্রিক উন্নয়নের সাথে সাথে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। দশ বছর পূর্বে মানুষের অবস্থা আজকের দিনের অবস্থা অনেক পরিবর্তন ঘটেছে। সর্বদা নারী জাতির প্রতি সম্মান দেখাতে হবে। কোন অবস্থায় নারী জাতিকে অবজ্ঞা করা যাবে না। বাল্য বিবাহ মাদক আমাদের সমাজ তথা দেশকে কুলসিত করে ফেলেছে। বর্তমান সরকার মাদক এবং বাল্যবিবাহ চিরতরে বিদায় করতে চায়, মাদক শুধু এক জনকে ক্ষতি করে না, মাদক গোটা পরিবারকে ধ্বংশের মুখে ফেলে দেয়। আপনাদের সন্তানের প্রতি সর্বদা লক্ষ্য রাখতে হবে। তাদের হাতে স্বাধীনতা তুলে দেওয়া যাবে না। তিনি আরো বলেন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাষ্ট্রের একটি প্রাণ। সকলের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন সকল জনগনের মাঝে ছড়িয়ে দিতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ হয় এমন কিছু করা যাবে না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ডেপুটি ডাইরেক্টর(উপ-সচিব) জনাব শাহ্ আব্দুল সাদী।অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতি: জেলা প্রশাসক রাজস্ব এমএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কলারোয়া ফিরোজ আহমেদ, তালা সনদ কুমার ঘোষ, দেবহাটা আলহাজ্ব আব্দুল গনি, কালিগঞ্জ অহেদুজ্জামান, শ্যামনগর ভারপ্রাপ্ত মুহসিন উল মুলুক, সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার তহমিনা খাতুন,তালার নির্বাহী অফিসার সাজিয়া আফরিন,দেবহাটার ইউএনও হাফিজ আল আসাদ, শ্যামনগরের ইউএনও জনাব কামরুজ্জামান সহ জেলার সকল নির্বাহী অফিসার,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।