একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কিংবদন্তী প্রেসিডেন্ট, সাবেক সংসদ সদস্য,সাবেক জেলা পরিষদ প্রশাসক (সাতক্ষীরা) বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ মুনসুর আহম্মেদ,সাবেক স্বাস্থমন্ত্রী ও এ আসনের বর্তমান সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, নর্দান ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ আব্দুল্লাহ্, ছাত্রলীগ নেতা গোলাম রসুল বিপ্লব।

সর্বমোট ৫ জন এ আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।জেলা আওয়ামীলীগের বিশেষ সূত্র জানায়,মনোনয়ন পত্র বিক্রির প্রথম দিনে( ৯ই নভেম্বর)শুত্রবার বিকালে ধানমন্ডির আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে নিয়ে তাঁরা মনোনয়ন সংগ্রহ করেন।সূত্র আরো জানায়,জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভপতি সাতক্ষীরা ৩ আসনের ও দেবহাটায় পরপর ২ বার আওয়ামীলীগ সরকারের প্রিয়ডে সফল এমপি ছিলেন।জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: হারুণ উর রশিদ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ মুনসুর আহম্মেদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন।বিষয়টি আপডেট সাতক্ষীরা ডটকমে নিশ্চিত করেছেন সভাপতি মহোদয়ের এপিএস ও সেন্ট্রাল ছাত্রলীগ সদস্য জি এম ওয়াহিদ পারভেজ।মনোনয়ন সংগ্রহ করার পরে প্রবীন এই নেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ মুনসুর আহম্মেদ আপডেেট সাতক্ষীরা ডটকম কে বলেন,কে কি উন্নয়ন করেছে বা ভবিষ্যতে করবে সেটা জনগন কে মুখে মুখে বল্লে শুধু হবেনা বরং কাজ করে দেখাতে হবে।তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন,তাহলে আমি একটু ভিন্ন রকম সাতক্ষীরা শহর গড়ে তুলবো।আমার প্রথম স্বপ্ন হচ্ছে সাতক্ষীরায় রেল লাইন স্থাপন করবো,একটি বিশ্ব বিদ্যালয় গড়ে তুলবো যেন আমাদের সন্তানরা সাতক্ষীরায় অধ্যায়ন করতে পারে।কষ্ট করে আমাদের সন্তানদের কে আর জেলার বাহিরে গিয়ে লেখাপড়া করতে হবে না।তিনি বলেন,সাতক্ষীরায় একটি আইটিসি পার্ক স্থাপন করবো যেখানে হবে সাতক্ষীরার মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র।তিনি বলেন ভোমরা স্থল বন্দরকে আরো উন্নত ও আরো ডিজিটালাইজ্ড করতে যা যা করনীয় আমরা তাই করবো,সুন্দরবনকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলবো।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন