শেখ আরিফুল ইসলাম(আশা): খুলনায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে রুপসার তিলক কুদির বটতলা মোড় এলাকা থেকে আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্য কে পিস্তল,গুলি,৭টি পি-শাটারগান, ডিবি পুলিশের পোশাক,বাঁশি,ভুয়া পরিচয় পত্র,হ্যান্ড কাফ ও প্রাইভেট কার সহ আটক করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ।শুক্রবার সকালে খুলনা জেলা পুলিশ সুপার জনাব এসএস শফিউল্লাহ মহোদয় তাঁর কার্যালয়ের সন্মেলন কক্ষে এক প্রেস বিফিং এর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের কে জানিয়েছেন।সংবাদ সন্মেলনে বলা হয় গতরাতে ১৫/১১/১৮ খ্রিষ্টাব্দ তারিখ রাত ১০.৩৫ মিনিটে খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো:তোফায়েল আহম্মেদের নেতৃত্বে খুলনা জেলা ডিবি’র একটি টিম রূপসা থানাধীন তিলক কুদির বটতলা মোড় সংলগ্ন গফফার শেখ-এর ঘেরের পাশ থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ১০(দশ) সদস্য’কে আটক করে।
আটককৃতরা হলেন– মো. রাজ্জাক চৌধুরী (৩৩), মাসুম ওরফে ফারুক চৌধুরী (৩৮), আরিফুজ্জামান ওরফে শরীফ (৩৮), মো. রিপন গাজী (৩০), মো. আলমগীর হোসেন (৩২), সাগর মিয়া (৪০), মো. হিরা মিয়া (৩৫), মো. সোহেল ওরফে রাহেজ ওরফে হারেজ (৩৪), মো. আনিসুর রহমান (২৫) ও গফুর আলী (৩৮)।
আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো:তোফায়েল আহম্মেদ সাংবাদিক দের কে বলেন,অভিযানে তাদের কাছ থেকে ০১ টি অত্যাধুনিক ৭.৬৫ পিস্তল,
০৩ রাউন্ড পিস্তলের গুলি,
০৩ টি অত্যাধুনিক পি-শাটারগান,
০৭ টি ডিবি পুলিশের পোশাক,
পুলিশের ০৪ টি ভুয়া আইডি কার্ড,
০৩ টি পিস্তলের কাভার,
০৪ টি টর্চলাইট, ০৪ টি বাঁশি,
০১ জোড়া হ্যান্ডকাফ, ০২ টি ডিবি পুলিশ লেখা লেমেনিটিং কার্ড ও একটি সাদা রংয়ের প্রাইভেট কার উদ্ধার করে জেলা ডিবির চৌকশ টিম।তিনি আরো বলেন আটককৃতদের নামে অস্ত্র-বিষ্ফোড়ক আইনে মামলা ও ভূয়া পুলিশ সেজে অপরাধ করায় তাদের নামে পৃথক দুটি মামলা রুজুর করা হয়েছে।সাব-ইন্সপেক্টর মুক্তরায় চৌধুরী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জেলা পুলিশের প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ(দক্ষীন),অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব আনিচুর রহমান(ডিএসবি),গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো: তোফায়েল আহম্মেদ সহ খুলনা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।