সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাদিকুল ইসলাম তালুকদার বলেছেন অসহায়, হতদরিদ্র, দ্বীনহীন জন সাধারণ লিগ্যাল এইড এর সহযোগিতা যেন প্রাপ্তি হয় সে জন্য সরকার অর্থ ব্যয় করে আসছে। সরকার জন সাধারনের জন্য আইনি সহায়তা প্রদান করে চলেছে। সরকার জনসাধারনের আইনী সহায়তা দিতে অর্থ ব্যয় করছে বিধায় জন সাধারন তথা দরিদ্র জনগোষ্ঠী যারা আইনী সহায়তা পেতে আগ্রহী তারা যেন সরকার প্রদেয় আইনি সহায়তা পায় সে বিষয়ে লিগ্যাল এইডের সাথে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে প্যানেল ল ইয়ারদের অতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোন ধরনের অবহেলা বা অনগ্রসরতা গ্রহনীয় নয়, আমরা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকি আর এমনটি বিবেচনা এবং মানষিকতায় ধারন করতে হবে প্যানেলভূক্ত ল ইয়ারদের। তিনি গতকাল “উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভূমিকা” বিষয়ক সেমিনারে উপরোক্ত জ্ঞান গর্ভ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন বিচার আবেগের বিষয় নয়, বিচার করতে হয় আইনের মধ্যে থেকেই এবং বিবেকদ্বারা পরিচালিত হয়। সভাপতির বক্তৃতায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ আরও বলেন সরকারের আইন সেবা জনগনকে জানাতে হবে, জানাতে হবে অসহায়, হতদরিদ্র, সহায়সম্বলহীন মানুষ কে সরকার আইনি সেবা দিচ্ছে আর তা লিগ্যাল এইডের মাধ্যমে। বিবেক, বিবেচনা, আন্তরিকতা, অসাহয়দের প্রতি দায়বদ্ধতা সর্বপরি স্বেচ্ছাশ্রমই লিগ্যাল এইডের মর্মকথা। তিনি আরও বলেন প্যানেল ল ইয়ারদের যোগ্যতা, অযোগ্যতা বড় বিষয় নয়, কোন মানুষ একক যোগ্যতার অধিকারী নয়, তবে কর্তব্যপরায়ন এবং দায়িত্বশীল হতে হবে। আমরা কেউ বিবেককে অস্বীকার করতে পারিনা বিধায় বিবেকের কাছে অধিকতর দায় বদ্ধতার ক্ষেত্র নিশ্চিত করতে হবে। লিগ্যাল এইডের সদস্যদের অধিকতর দায়িত্বশীল হতে হবে। সাতক্ষীরার বর্তমানে লিগ্যাল এইড কমিটিকে পুনঃ গঠনের বিষয়ে আলোকপাত করে তিনি আরও বলেন কাজ করার মানষিকতা সম্পন্ন, দায়িত্বশীল এবং যোগ্যদের কে প্যানেলে অন্তভূক্ত করতে হবে এ ক্ষেত্রে দলীয় বিবেচনা বড় বিষয় হিসেবে না দেখে যোগ্যতার মাপকাঠিকে বড় করে দেখতে হবে। তিনি স্বরন করিয়ে দিয়ে বলেন দেশের জনগন বর্তমানে অত্যন্ত সচেতন, অশিক্ষিত হলেও বোধ এবং বিবেচনা শক্তি সম্পন্ন জনগন বুঝতে পারে কে অর্থ উপার্জনের আর কে স্বেচ্ছাশ্রম বা মানবিকতার জন্য কাজ করছে। তিনি বলেন আমি ইতিমধ্যে দুইটি উপজেলায় যেয়ে লিগ্যাল এইডের বিষয়ে হত দরিদ্র জন সাধারন সরকারের আইনি সহায়তা পেতে পারে বিরোধ মিমাংসার ক্ষেত্র সৃষ্টি করতে পারে সে বিষয়ে আলোকপাত করেছি। আগামীতেও প্রান্তীক পর্যায়ের জনগোষ্ঠীকে অবহিত করনের ইচ্ছা ব্যক্ত করে বলেন এক্ষেত্রে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সহযোগিতার বিকল্প নেই। লিগ্যাল এইড বিষয়ে জন সম্পৃক্ততা করনে সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখতে পারে বলে তিনি মতামত ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি ধন্যবাদ জানান। পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বক্তৃতার শুরুতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে বলেন সরকার হতদরিদ্রদের জন্য, সহায়সম্বলহীনদের জন্য আইনি সহায়তা প্রদানের জন্য খরচ করছে তা জনসাধারনকে অবহিত করতে হবে। আগামী সভায় লিগ্যাল এইডের প্যানেল ভূক্ত ল ইয়ারদের নামের তালিকা, মামলা সংখ্যা, নিষ্পত্তি করা মামলার সংখ্যা উপস্থাপনের আহবান জানান, প্রান্তীক পর্যায়ের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করনে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার হতদরিদ্রদের জন্য অর্থ ব্যয় করছে তা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক ভিত্তিক প্রচার করতে হবে, দরিদ্ররা সাধারণ মানুষরা যতবেশী সেবা পাবে ততো বেশী সরকারী অর্থ বরাদ্ধ সহ সরকারের দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। তিনি উপস্থিত সকলের ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হোসনে আরা আক্তার, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তফা পাভেল রায়হান। (বিচারক) যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল কেরামত আলীর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায়, সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ আবুল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রাক্তন সভাপতি সুভাষ চৌধুরী, প্রাক্তন সাধারন সম্পাদক ও ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম, কামরুজ্জামান, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, নিউ এজ এর জেলা প্রতিনিধি রুহুল কুদ্দুস, সাংবাদিক অসীম চক্রবর্তী প্রমুখ। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবি সমিতির সাধারন সম্পাদক আ,ক,ম রেজওয়ান উল্লাহ সবুজ, জেল সুপার আবু জাহেদ, অতিরিক্ত পিপি এ্যাডঃ ফাহিমুল হক কিসলু, এ্যাডঃ আসাদুজ্জামান দিলু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারময়ী মুখার্জী, সমাজ সেবা সহকারি পরিচালক হারুন অর রশিদ, এমওসিএস ডাঃ জয়ন্ত কুমার সরকার, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সাংবাদিক আঃ ওয়াজেদ কচি, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, বেতার প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, বাংলা ভিশনের আসাদুজ্জামান, মোহনা টিভির আঃ জলিল, দৃষ্টিপাতের স্টাফ রিপোর্টার মীর আবু বকর প্রমুখ।

সূত্র: দৃষ্টিপাত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন