আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(ডিআইজি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১-এর উপসচিব কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
পদোন্নতি পাওয়া চার কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) আবদুল বাতেন, যুগ্ম কমিশনার ইমতিয়াজ আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি মাইনুল হাসান ও ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক।
পদন্নোতি প্রাপ্ত চার পুলিশ কর্মকর্তা কে রবিবার সকালে পুলিশ হেড কোয়াটার্সে ডিআইজি র্্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশ প্রধান ও আইজিপি জনাব ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি(প্রশাসন ও অপারেশন্স) জনাব মো:মোখলেছুর রহমান বিপিএম(বার)।
সূত্র:খুলনার কন্ঠ ডটকম।