“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি,প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা নিশ্চিত করি” উক্ত শোগান কে সামনে রেখে সাতক্ষীরা জেলা ব্যাপি পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ ২০১৮ শুরু হয়েছে। অদ্য ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ছয় দিন যাবৎ এই সেবা সপ্তাহের আয়োজন করেন জেলার পরিবার পরিকল্পনা বিভাগ।সেবা সপ্তাহে জেলার ৭টি উপজেলায় একযোগে সকল কমিউনিটি ক্লিনিক এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে।সেবা সপ্তারের প্রথম দিনে সাতক্ষীরা সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২টি নরমাল ডেলিভারী ও ২টি সিজারিয়ান সেবা প্রদান করেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা:লিপিকা বিশ্বাস।এসময় সিজারিয়ান সেবা প্রদানে এ্যানোস্থেসিয়া সেবা প্রদান করেন সহকারী পরিচালক(সি,সি) ডা:জিএম মুজিবুর রহমান।এছাড়াও সেবা সপ্তাহের প্রথম দিনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দুই সন্তানের পিতা-মাতা (সক্ষম দম্পতি) দের কে টিউবেকটমী ও ভ্যাসেকটমী সেবা প্রদান করা হয়।যারা স্থায়ী পদ্বতি সেবা নেন নি তাদের কে অস্থায়ী পদ্ধতি সেবা হিসাবে ওরাল পিল,আপন,ইমরপ্লান্ট ও আইইউডি সেবা প্রদান করেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এফ ডব্লুউ ভি গণ।
সেবা সপ্তাহের দ্বিতিয় দিনে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সেবার কার্যক্রম পরিদর্শনে যান জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল(মুরাদ)।আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি কর্তব্যরত SACMO,FPI ও FWV দের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ও সেবা সপ্তাহে কয়টা রোগী এসেছে,কত গুলো ঔষধ বিতরণ করা হয়েছে ইত্যাদি জানার জন্য ক্লিনিকের টালি খাতা পরিদর্শন করেন।এসময় জেলা প্রশাসক ক্লিনিকে দায়িত্বরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা:রুবিনা খাতুন কে বলেন স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে।সরকার দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন গ্রামের মানুষ দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য।জেলা প্রশাসক বলেন কোন মানুষ যেন ক্লিনিকে এসে তার কাংঙ্খিত সেবা না পেয়ে চলে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে।তিনি ক্লিনিকে দায়িত্ব প্রাপ্তদের কাছে বিভিন্ন সমস্যা সমূহ শোনেন ও সেগুলোর দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয়ের সাথে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক(IEM)জনাব মো:শাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।