ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টারে এআইজি পদে ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহপরিদর্শক মো. আজাদ মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

এর আগে এই তিন পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়ে গতকাল দুপুরে অনাপত্তিপত্র দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হারুনুর রশীদকে নারায়ণগঞ্জের এসপি পদে বদলির জন্য সম্প্রতি নির্বাচন কমিশনে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন এই চিঠি পেয়ে তার বদলির ব্যাপারে অনাপত্তি জানিয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মতিপত্র পাঠায়। এর আগে নারায়ণগঞ্জের এসপি আনিসুর রহমানকে বদলির জন্য ২০ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে দাবি জানানো হয়।

ওই সময় ২০ দলীয় জোটের অভিযোগপত্রে উল্লিখিত হয়, নারায়ণগঞ্জের এসপি আনিসুর রহমান বর্তমান একজন সংসদ সদস্যের স্বামী হওয়ায় এখানে তার দ্বারা নির্বাচন প্রভাবিত হতে পারে। নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে তাদের এই দাবির ব্যাপারে সাড়া দেয়।

তাকে প্রত্যাহার করে প্রথমে পুলিশ হেডকোয়ার্টারে নেওয়া হয়। এরপর গতকাল তাকে এআইজি পদে পদায়ন করা হয়েছে। এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসপি হারুনকে নারায়ণগঞ্জের এসপি পদে বদলির ক্ষেত্রে কমিশনার মাহবুব তালুকদার নোট অব ডিসেন্ট দেন।

এদিকে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার জনাব হারুন অর রশীদ বিপিএম (বার) পিপিএম (বার)ঢাকা রেঞ্জে যোগদান করায় সোমবার সকালে তাকে ফুলের শুভেচ্ছা জানান ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (পিপিএম)।এসময় সদ্য পদন্নোতি প্রাপ্ত ডিআইজি (ক্রাইম এন্ড এডমিন) আবু কালাম সিদ্দিকী,অতিরিক্ত ডিআইজি আসাদ জামান  সহ ঢাকা রেঞ্জের অন্যান্য পুলিশ অফিসারগণ  উপস্থিত ছিলেন।

সূত্র:নারায়নগজ্ঞ টাইম্স24ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন