নানা আয়োজনে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উৎযাপিত হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সোয়া ৮ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পৌরদিঘীতে হাঁসধরা প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক শাহ্ আবদুল সাদী,অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ ইলতুৎ মিশ , অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়,অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান,কালিগজ্ঞ সার্কেলের এডিশনাল এসপি মো: জামিরুল ইসলাম,সদর উপজেলার নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সদর উপজেলার সহকারী কমিশনার রনি আলম নূর, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অপু সরোয়ার,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছীন আলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশুু, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআই-১ আজম খান, গোয়েন্দা শাখার ইনচার্জ আলী আহমেদ হাশমী, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,পৌর কাউন্সিলর আলহাজ্জ ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি, শিল্প কলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন,সংগীত  শিল্পী আবু আফনান রোজবাবু প্রমুুখ। পরে শিল্প কলা একাডেমীর মিলনায়তনে দেশাত্মবোধক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন