মাহফিজুল ইসলাম আককাস : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বাঁশদহা হাওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার, জনগণের সরকার, উন্নয়ন ও অগ্রযাত্রায় আস্থা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় গ্রাম হবে শহর, আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লক্ষ মানুষের হবে কর্মসংস্থানসহ উন্নয়নের মেঘা প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ সিঙ্গাপুর ও দুবাইয়ের মত রুপ নেবে। তাই উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগের প্রতিক নৌকাকে আবারও বিজয়ী করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা আওয়ামীরীগের নির্বাহী সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট অনিত মুখার্জী, জেলা শ্রমিক

লীগের সহ-সভাপতি বিকাশ দাস, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ। নির্বাচনী জনসভায় বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে জনসভাস্থল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে জনসমূদ্রে পরিনত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মফজুলার রহমান খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনছার আলী, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন