রায়হান হোসেন: সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করেছে জেলা ডিটেকটিভ ব্রাঞ্চ(ডিবি)। তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন গাজি নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও তাদের মেয়ে শারমিন সুলতানা খুকু।
এদিকে অভিযানে অংশ নেওয়া ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম আপডেট সাতক্ষীরা কে জানান, গাজী নজরুলের স্ত্রী ও মেয়ে তারা নির্বাচনী প্রচারের আড়ালে নাশকতার লক্ষ্যে লোকজন সংগঠিত করছিলেন এমন খবর আসে পুলিশের কাছে।পরে ঐ গোপন তথ্যের ভিতিত্তে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান,সহকারী সাব-ইন্সপেক্টর রাজু আহম্মেদ,সহকারী সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলাম, সহকারী সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান ও সংগীয় ফোর্সের সহযোগীতায় সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের কে আটক করতে সক্ষম হন।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব আলী আহম্মেদ হাশমী আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদক কে জানান,আকটকৃতদের নামে নাশকতার পরিকল্পনার চেষ্টা করার অপরাধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।