গত ২৭ শে ডিসেম্বর ২০১৮ তারিখ দিবাগত রাতে শিরোমনি বাজার সংলগ্ন সুগুনা ফুড এন্ড ফিড বাংলাদেশ লি: এর একটি কক্ষে ঘুমান্ত অবস্থা মোস্তফা শান্ত (২৩) রহস্যজনকভাবে খুন হয়। এ সময় অফিসের একটি রুমে রক্ষিত দেড় লক্ষ টাকা ডাকাতি করার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পরে গত ২৯/১২/১৮ তারিখ খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন শান্ত’র চাচা মুনির হোসেন মাসুম।
মামলা নং ০৯।
এ ঘটনা উদঘাটন করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, দৌলতপুর জোনাল এসি শেখ ইমরান। আসামীরা সবাই শিরোমনির সুগুনা ফুড এন্ড ফিড বাংলাদেশ লি: এর কর্মচারী তারা হলেন ড্রাইভার আব্দুল গনি, লেবার সর্দার তৈমুর, লেবার নুর আলম ও লেবার কাইয়ুম।

এছাড়া খানজাহান আলী থানার অক্টোবর, ২০১৮ খ্রি: মোস্তফা মাস্টারের বাড়িতে ডাকাতি মামলার ০৭ জন আসামীকে অভিযান চালিয়ে তাদের সকলকে অল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার করেন। এ সকল বিষয়ে তথা আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায়  তার  স্বীকৃতি স্বরূপ খুলনা মেট্রোপলিটন পুলিশ এর জানুয়ারী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের অবদান স্বরুপ কেএমপির পক্ষ থেকে এসি শেখ ইমরান কে চৌকশ পুলিশের সন্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
সূত্র:নিউজবাংলা২৪ডট কম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন