সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক হাবিবুল হুসাইন, শিক্ষক শেখ মোস্তাফিজুর রহমান, ইয়াহিয়া ইকবাল, আব্দুর রউফ, শ্যামল কুমার দাশ, কানাইলাল মজুমদার, ফরিজুল ইসলাম, নার্গিস আরা, শাহাদাৎ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক গাজী মোমিন উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোন শিক্ষক কোন কোচিং পরিচালনা করতে পারবেন না। একটি শ্রেনী গাইড বাণিজ্যে নেমেছে। আজকে থেকে কোন ছাত্র বিদ্যালয়ে গাইড বই নিয়ে ঢুকতে পারবে না। আগামী সপ্তাহ থেকে কোচিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন যারা সাংস্কৃতিকে বন্ধ করতে চায় তারা স্বাধীনতা বিরোধী। ছাত্রদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বিগত দিনে যারা রাস্তা কেটেছে, গাছ কেটেছে তারা স্বাধীনতা বিরোধী। তাদের কোন গোষ্ঠীকে এদেশে থাকতে দেওয়া হবে না।
সূত্র: ডেইলী সাতক্ষীরা নেট।