সাতক্ষীরা জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুনানী অনুষ্ঠিত হয় চলে দুপুর ২টা পর্যন্ত। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রান্তিক পর্যায়ের মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন। অনেকের সমস্যা তৎক্ষনিক সমাধান করে। জেলা প্রশাসক কিছু কিছু সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপর ন্যস্ত করেন।
গতকাল গণশুনানীতে শহরের অদূরে থানাঘাটা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী ক্যান্সার আক্রান্ত অবস্থায় সাজেদা বেগম প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন পাঠাতে সক্ষম হয়েছে। শহরের পলাশপোল হযরত আলীর স্ত্রী বিধবা শাহানা খাতুন ব্রেইন স্টোকের জন্য সহযোগিতা পেয়েছে। লিপি নামে প্রতিবন্ধি সমাজ সেবার কার্ড পাচ্ছেন। সদর উপজেলার আলিপুর সৈয়দ আলীর পুত্র আব্দুল্লাহ গাজীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার আশ্বাস পেলেন। শুধু তাই নয় জেলার সকল উপজেলা থেকে আগত একাধিক ব্যক্তি তাদের সমস্যার সমাধানের জন্য জেলা প্রশাসকের মহতী কার্যক্রম কে ধন্যবাদ জানিয়েছেন। গণশুনানীকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়, অতি: জেলা প্রশাসক রাজস্ব এসএম মাহমুদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন