সিটিজেন জার্নালিষ্ট,সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ (৩য় ধাপ) ভোটগ্রহণ উপলক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের সন্মেলন কক্ষে এ নির্বাচনী ব্রিফিংয়ের আয়োজন করে সাতক্ষীরা জেলা পুলিশ।উক্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান বিপিএম।নির্বাচনী ব্রিফিংয়ে অনুষ্ঠানের সভাপতি ও জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান বিপিএম বলেন, ২৪ মার্চের উপজেলা নির্বাচন হবে সাতক্ষীরার মাটিতে আর একটি রোল মডেল নির্বাচন।এখানে ভোটাররা ভোট দিতে আসবেন নির্ভয়ে ও নির্বিঘ্নে। শান্তিপূর্ণ ভাবে পছন্দের ভোটার কে ভোট দিয়ে ভোটাররা বাড়ি চলে যাবেন।আমরা আপনের নিচ্ছিদ্র নিরাপর্ত্তা দিব। ব্রিফিংয়ে তিনি আরো বলেন, কোন মহল যদি ভোট কেন্দ্রে এসে ভোটার দের প্রবাভিত করার চেষ্টা করে বা কেন্দ্রে কোন পক্ষ কে জেতানোর বা হারানোর চেষ্টা করে বা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে,আমি তাদের কে সর্তক করে দিয়ে বলতে চাই  তাদের পরিনতি হবে খুব ভয়াবহ।বিশৃৃংখলা করলে তারা কেন্দ্র থেকে মাথা নিয়ে বাড়ি যেতে পারবেনা। সুতরাং  সকল  প্রকার কাল্পনিক চিন্তা ভূলে যান।২৪ মার্চের নির্বাচন হবে অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ।

ব্রিফিং অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি মেরিনা আক্তার,কালিগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি জামিরুল ইসলাম,তালা সার্কেলের এডিশনাল এসপি অপু সরোয়ার,দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার ইয়াছিন আলী,জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (Di-1) আজম খান,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব আলী আহমেদ হাশমী,সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মোমিন হোসেন সহ জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জগণ এবং এসআই ও এএসআই গণ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের বিশেষ সূত্র জানায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ (৩য় ধাপ) ভোটগ্রহণের দায়িত্ব পালন উপলক্ষ্যে সাতক্ষীরায় বাগেরহাট  জেলা হতে প্রায় ৭০০ পুলিশ অফিসার /ফোর্স  দায়িত্ব পালনের লক্ষে সাতক্ষীরা পুলিশ লাইন্সে এসেছেন।তাদের কে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সাতক্ষীরা জেলা পুলিশ ।পরে জেলা পুলিশ সুপার বহিরাগত ফোর্সদের উপজেলা পরিষদ  নির্বাচন উপলক্ষে বিশেষ বিশেষ দিক নির্দেশনা দেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন