সাতক্ষীরা জেলা পুলিশের সহোযোগিতায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সোমবার অনুুুষ্ঠিত হয়েছে ১ম পুলিশ সুপার কাপ আন্তঃ থানা ভলিবল টুর্নামেন্ট-২০১৯ । উক্ত টুর্নামেন্টে সাতক্ষীরা জেলার ৭টি থানার টিম অংশ গ্রহন করে। আজ বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে সাতক্ষীরা সদর থানা শ্যামনগর থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উভয় দলে বাংলাদেশ জাতীয় ভলিবলের সদস্যরা অংশ গ্রহন করে। খেলায় বেস্ট খেলোয়াড় নির্বাচিত হয় আনার্স আপ শ্যামনগর থানা দলের খেলোয়াড় ও বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরোসিত। এদিকে প্রথম ১ম পুলিশ সুপার কাপ আন্তঃ থানা ভলিবল টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস. এম. জগলুল হায়দার সহ শ্যামনগর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন।
রানার্সআপ দলের পুরস্কার গ্রহণ করেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেন, তদন্ত অফিসার আনিসুর রহমান।সোমবার বিকালে রাজ্জার্ক পার্কের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সাবেক জেলা পরিষদ প্রশাসক মো: মুনছুর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুুদ হাসান লাকী,ক্রিড়া সংস্থার সহ-সভাপতি শেখ আশরাফুজ্জামান আশু, সুপ্রভাত সম্পাদক একেএম আনিসুর রহমান, তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির,ইঞ্জিনিয়ার কবির উদ্দিন প্রমূখ।