বুশরা হাসপাতালে ভুল চিকিৎসায় ৩দিনেও জ্ঞান ফিরেনি শিশু শিক্ষার্থী ফারজানা (৬)। সে বর্তমানে সাতক্ষীরার বেসরকারী একটি হাসাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে ফারজানা স্থানীয় নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী। জানা যায়, গত ৬ মে সাতক্ষীরা শহরের বুশরা হাসপাতালে কানের টিউমার অপারেশনের জন্য চিকিৎসা নিতে আসে ফারজানা।
ফারজানার বাবা মো. রফিকুল ইসলাম জানান, গত সোমবার আমার মেয়ের কানের টিউমার অপারেশনের জন্য ডাক্তারের চিকিৎসাপত্র অনুযায়ী সাতক্ষীরা শহরের বেসরকারী বুশরা হাসপাতালে ভর্তি করি। অস্ত্রোপচারের জন্য আমার মেয়েকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অপারেশন থিয়েটারে ডাক্তারের চিকিৎসাপত্রের চিকিৎসা প্রদান না করে আমার মেয়ে ফারজানাকে ভুল ইনজেকশন প্রদান করে মৃত্যুর পথে ঠেলে দেয়। ফারজানা বর্তমানে স্থানীয় বেসরকারী একটি হাসপাতালের আইসিইউতে ৩দিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক জানান, ফারজানার অবস্থা আশঙ্কামুক্ত হয়নি। ফারজানা সুস্থ হতে এখন কিছুদিন সময় লাগতে পারে। ফারজানার উন্নত চিকিৎসার প্রয়োজন।

এবিষয়ে কথা বলার জন্য্য বুশরা হাসপাতালের ম্যানেজার আনিস কে 01796-505372 এ ফোন দিলে তিনি জানান,জন্ম-মৃত্যু আর বিয়ে এ তিনটি জিনিষ আল্লাহর হাতে।চিকিৎসায় ভূল হয়েছে তার ক্ষতিপূরণ ও দিচ্ছে বুশরা হাসপাতাল কতৃপক্ষ।  তিনি বলেন,শিক্ষার্থী ফারজানা এখন সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছে।আগের চাইতে তার অবস্থার উন্নতি হয়েছে।তিনি আরো বলেন, সিবি হাসপাতালে চিকিৎসায় যে খরচ খরচা লাগছে সেটা বুশরা হাসপাতাল কতৃপক্ষই দিবে। আপাতত এসব বিষয়ে আর লেখালেখির দরকার নেই। 

সূত্র:পত্রদূত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন