আগামী ১৭ মে শুক্রবার ‘মাছরাঙা টেলিভিশনে’ সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত (ঘন্টাব্যাপী) সাতক্ষীরার খ্যাতিমান কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর একক সঙ্গীতানুষ্ঠান সম্প্রচারিত হবে।
মাছরাঙা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ‘রাঙা সকাল’। ওই অনুষ্ঠানে টেলিভিশনটির পক্ষ থেকে গুণি এই শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। সঙ্গীতানুষ্ঠানে কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর সাথে যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন কিবোর্ডে রকি, তবলায় সেমসন ও গীটারে দীপু।
জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার শুভাখাঙ্খী, ভক্ত, শ্রোতা যারা আছেন আশা করি শুক্রবার সকলে অনুষ্ঠানটি দেখবেন।
এপার বাংলার সন্ধ্যাকণ্ঠি হিসেবে খ্যাত চৈতালি মুখার্জী।
বয়সে তরুণ এই কণ্ঠশিল্পীর নামের সাথে সবাই পরিচিত। একজন গুণীশিল্পী হিসেবে তার সুখ্যাতি রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। একজন ভালো কণ্ঠশিল্পী হিসেবে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তিনি ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে একজন গুণীশিল্পী হিসেবে একাধিক সম্মাননা পয়েছেন। দেশের জন্য বয়ে এনেছেন একাধিক পুরস্কারও। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বেউলা গ্রামের পুরোহিত কার্ত্তিক মুখার্জীর ঘরে তার জন্ম। চৈতালী মুখার্জী একজন দক্ষ সাংস্কৃতিক সংগঠক। তার স্বামী টিটু চক্রবর্তীও দেশের একজন নামকরা সঙ্গীত পরিচালক।
প্রসঙ্গত: এর আগে গত বৎসরে সাতক্ষীরায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও খুলনা বেতারের মিউজিক ডাইরেক্টর লিনেট ফাইন আর্ট্স একাডেমীর পরিচালক জনাব আবু আফ্ফান রোজবাবু সর্ব প্রথম সাতক্ষীরা থেকে মাছরাঙা টেলিভিশনে রাঙা সকাল অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেছিলেন।যেটা বিভিন্ন পত্রপত্রিকায় খুব প্রশংসার সহিত প্রচার করা হয়েছিল।