আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খুলনা রেঞ্জ পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৬/৫/২০১৯ খ্রিস্টাব্দে সকাল ১০ ঘটিকায় খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়ের লক্ষে এক প্রেস ব্রিফিংয়ের  আয়োজন করা হয় ।

উক্ত আইন-শৃঙ্খলার বিষয়ক মতবিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রেঞ্জ ডিআইজি জনাব ড.খ:মহিদ উদ্দিন বিপিএম(বার)।

এসময় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খুলনা রেজ্ঞের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল (প্রশাসন এন্ড ফিন্যান্স) জনাব মোঃহাবিবুর রহমান বিপিএম(বার),খুলনা রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি(অপারেশন্স এন্ড ক্রাই)   জনাব একেএম নাহিদুল ইসলাম,রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার জনাব আবু হেনা খন্দকার অহিদুল করিম(ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন),খুলনা জেলা পুলিশ সুপার  এস এম শফিউল্লাহ বি পি এম, যশোরের পুলিশ সুপার জনাব মঈনুল হক বিপিএম (বার)পিপিএম, সাতক্ষীরা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম,নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন  পিপিএম (বার),বাগের হাটের পুলিশ সুপার জনাব পংকজ চন্দ্র রায় পিপিএম,কুষ্টিয়ার পুলিশ সুপার  এসএম তানভীর আরাফাত পিপিএম(বার),চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম(বার),ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম,মাগুরার পুলিশ সুপার  মোহাম্মদ রেজোয়ান  প্রমূখ।

সভায় রেঞ্জের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন রেঞ্জ ডিআইজি  ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার)।বিশেষ করে সড়ক পথে ও নদী পথে চলাচলে অঞ্জান পার্টি, মলম পার্টির হাত থেকে যাত্রীদের সতর্ক থাকতে আহবান জানানো হয়।এসময়  রেঞ্জ ডিআইজি বলেন, সড়কে কোন পশুর ট্রাক বা কাঁচা মালের গাড়ি,কাপড়ের ট্রাক ইত্যাদি যানবাহনে কোন রকম  চাঁদাবাজি চলবেনা।তিনি বলেন শহরের প্রত্যেক টি শফিংমলে থাকবে গোয়েন্দা পুলিশ ও ইউনিফর্ম ধারন কারী পুলিশের কড়া নজর দারী।সভায় রেঞ্জ ডিআইজি আরো বলেন,ঈদের আগের দিন রাত থেকে থেকে ঈদের জামাতের সমাপ্তি পর্যন্ত কেন্দ্রীয় ঈদগাহ গুলোকে নিচ্ছিদ্র নিরাপর্ত্তা দেবে পুলিশ।ঈদুল ফিতর উপলক্ষে কোন মাদক সিন্ডিকেট যেনো  অবৈধ অস্ত্র এবং মাদক বহন না করতে পারে সে বিষয়ে গোয়েন্দা পুলিশ  তৎপর থাকবে।  সাথে সাথে সড়কে শৃংখলা ফিরিয়ে আনার জন্য ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা সহ ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিবিঘ্ন করতে প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিক ভাবে পেশাগত দায়িত্ব পালনে আহবান জানান খুলনা রেঞ্জ পুলিশের এ-ই শীর্ষ কর্মকর্তা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সভাপতি মহোদয় সকল কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘটান।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন