আপডেট ডেস্ক: খুলনা রেঞ্জের  মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১ টায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক ক্রাইম কনফারেন্স অনুঠিত হয়।এতে সভাপতিত্ব করেন খুলনা রেজ্ঞের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল  DIG ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার)।

খুলনা রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন এন্ড ফিন্যান্স) মোঃহাবিবুর রহমানের সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম(অপারেশন এন্ড ক্রাইম),খুলনা রেজ্ঞ ডিআইজি অফিসের পুলিশ সুপার (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন) আবু হেনা খন্দকর অহিদুল করিম,খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লা, যশোরের পুলিশ সুপার মোঃমঈনুল হক,সাতক্ষীরার পুলিশ সুপার মোঃসাজ্জাদুর রহমান,নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন,

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়,

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত,মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,ঝিনাইদহের পুলিশ সুপার মো:হাসানুজ্জামা,মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান,

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃমাহবুবুর রহমান প্রমূখ।সভায় খুলনা রেঞ্জের দশ জেলার ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর  অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের গৃহিত ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সভার সভাপতি ও খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার)।সভায় অফিসার দের বিভিন্ন সমস্যা ধৈয্য ধরে শোনেন ডিআইজি এবং সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস  প্রদান করেন সভাপতি।সদ্য বিদায়ী ঈদুল ফিতরে খুলনা বিভাগের দশটি জেলায় বড় ধরনের কোন রকম  বিশৃঙ্খলা না ঘটায় সকল জেলার পুলিশ সুপারদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআইজি।সভায় নিজ নিজ জেলায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় তথা ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন জেলার পুলিশ সুপারদের হাতে  চৌকশ পুলিশের ক্রেষ্ট তুলে দেন রেঞ্জ ডিআইজি।সবশেষে আর কারো কোন ব্যক্তব্য না থাকায় সকল কে ধন্যবাদ জানিয়ে খুলনা রেঞ্জ থেকে মাদক-জঙ্গি ও সন্ত্রাস নির্মুল করতে বিভগের সকল পুলিশ কর্মকর্তাদের আন্তরিক ভাবে পেশাগত দায়িত্ব পালনে আহবান জানান রেঞ্জের এই শীর্ষ পুলিশ  কর্মকর্তা।  





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন