ভোমরা স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি কার্যক্রমের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। বৃহম্পতিবার সন্ধা ৭ টায় জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে বন্দরের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ বদিউজ্জামান, বিজিবি’র মেজর জনাব সৈয়দ ফজলে হোসেন, র্্যাব-৩ এর কোম্পানী কমান্ডার জনাব মোঃ মাহমুদুর রহমান, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার, জনাব মোঃ নেয়ামুল হাসান, বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) জনাব মাহমুদুল হাসান, হিসাবরক্ষক জনাব মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারী, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান (নাসিম), যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক জনাব মাকসুদ খান, সাংগঠনিক ও বন্দর বিষয়ক সম্পাদক জনাব দীপংকর কুমার ঘোষ, কাস্টমস বিষয়ক সম্পাদক জিএম আমির হামজা, সাতক্ষীরা আড়ৎদার সমিতির সভাপতি জনাব শাহানুর ইসলাম, যুগ্ম সম্পাদক জনাব রবিউল ইসলাম ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব ছদরুল আলমসহ বন্দরের বিভিন্ন স্টেকহোল্ডার/প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন