সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি স্থানে অপরিকল্পিতভাবে পঁচা পিয়াজ রাখার কারনে গাছপালা মরে যাচ্ছে।বিষয়টি পত্র-পত্রিকা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসলে টনক নড়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের।ঘটনা যাচাই-বাছাই করতে মঙ্গলবার সরজমিনে পরিদর্শনে যান সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধুরী।তিনি ঘটনাস্থলে গিয়ে এক কিলোমিটার ব্যাপি পঁচা পিয়াজ ফেলার স্থান সমূহ পরিদর্শন করেন।

তিনি পরিদর্শন কালেই দেখতে পান অপর এক ভ্যান ওয়ালা ৫-৬ বস্তা পঁচা পিয়াজ নিয়ে ফেলতে আসেন রাস্তার পাসে।এসময় সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী ঐ ভ্যান ওয়ালা কে পিয়াজ ফেলতে বাঁধা দেন এবং তাকে সর্তক করে দেন যে ভবিষ্যতে কোন দিন পঁচা পিয়াজ ফেল্লে তাকে মোবাইল কোর্টে শাস্তি দেওয়া হবে।

পরিদর্শন শেষে ইউএনও সাংবাদিক দের ধন্যবাদ জানিয়ে বলেন,সাংবাদিক রা বিষয়টি লিখেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এসে দেখতে পেয়েছি এখনে পঁচা পিয়াজ ফেলে কয়েক মাইল রাস্তার পাসে পরিবেশ দূষিত করে ফেলেছে।এমন কি পঁজা পিয়াজের ঝাজে রাস্তার পাসের ৫০-৬০ বড় বড় গাছ মরে শুকিয়ে গেছে।তিনি এবিষয়ে খুব শীঘ্র ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান আর এখন থেকে যারা পঁচা পিয়াজ ফেলবেন তাদের কে ইছামতি নদীর পাড়ে পিঁয়া ফেলার পরামর্শ দিয়েছেন ভোমরার চেয়ারম্যান জনাব ইসরাইল গাজী।পরিদর্শন কালে নির্বাহী অফিসারের সাথে ভোমরার চেয়ারম্যান ইসরাইল গাজী,ভোমরা সিএন্ডফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক নাসিম মোজাফফার সহ অন্যান্য পিয়াজ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন