মেহেরপুর জেলা পুলিশের জুন মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্স এর সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা আয়োজন করা হয়।মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান,পিপিএম (বার)।

সভায় বিগত মাসের অপরাধ পর্যালোচনা করেন পুলিশ সুপার।অপরাধ পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ভালো কাজে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ক্যাটাগরীতে পুলিশ সদস্যদের মাঝে চৌকশ পুলিশের সন্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।

এসময় মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার বলেন এটাই আপনাদের সাথে আমার শেষ মিটিং।আমি বদলী সূত্রে সাতক্ষীরা জেলায় চলতি মাসের ২৪ তারিখে যোগদান করবো।আপনারা ভালো থাকবেন ও সুস্থ্য থেকে মাদক-জঙ্গি ও সন্ত্রাস মুক্ত মেহেরপুর জেলা বিনির্মাণে নবাগত পুলিশ সুপারকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।

সভায় এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ জাহিদুল ইসলাম পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান,বিশেষ শাখার ডিআইওয়ান ফারুক হোসেন,মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম ডিবির পরিদর্শক জুলফিকার আলী,পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে পুলিশ সুপার মেহেরপুর পুলিশ লাইন্স ডাইনিং ও কিচেন রুম আধুনিকায়ন এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। একই দিন সকাল ৮ টায় পুলিশ লাইন্স মাঠে মেহেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেডে পুলিশ সুপার সালাম গ্রহণ করেন।

মাস্টার প্যারেডে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের অস্ত্র,ইউনিফর্ম,হ্যান্ডক্যাপ সহ অন্যান্য সরকারি  জিনিষ পত্র পরিদর্শন করেন।মাস্টার প্যারেডে পুলিশ সুপার ঈদুল আযহা ও  আসন্ন ১৫ ই আগষ্ট  জাতীয় শোক দিবস উপলক্ষে উপস্থিত পুলিশ সদস্যদের কে বিশেষ ব্রিফিং প্রদান করেন।সর্বশেষ তিনি পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন।     





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন