সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ সহ জেলার ৮টি থানার পুলিশ একযোগে জেলা ব্যাপি গুজব বিরোধী প্রচারণা চালিয়েছেন। সূত্র জানায়,খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার) এর দিক নির্দেশনা ও জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এর নেতৃত্বে বুধবার সকাল থেকে জেলার ৮টি থানার ওসি রা একযোগে গুজব বিরোধী পথসভা ও স্কুলে স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গুজব বিরোধী লিফলেট বিতরণ ও রাস্তায় রিক্সা যোগে সচেতনতা মুলক মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালিয়েছে।এর আগে মঙ্গলবার সকালে সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ সাতক্ষীরা সরকারি কলেজে যান শিক্ষক দের সাথে গুজোব প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা করতে।এসময় সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রভাষক দের সাথে পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো গুজোব প্রতিরোধে করণীয় বিভিন্ন পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করেন।  

সাতক্ষীরা সদর থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম আপডেট সাতক্ষীরা কে জানান,বুধবার সকালে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন এর উপস্তিতিতে অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুজোব বিরোধী প্রচারণা চালিয়েছেন। এছাড়াও শহরের মিল বাজার,বাকাল মেডিকেল কলেজ মোড়,বাসটার্মিনাল,কাটিয়া বাজার ও মুন্সিপাড়া বাজার,মাছখোলা ও বিনেরপোতা এলাকায় গুজব না ছড়ানোর জন্য মাইকিং করা হয়েছে।

দেবহাটা থানার সাব-ইন্সপেক্টর মোস্তাফিজ প্রতিবেদক কে জানান, জানান,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইয়াছিন আলীর উপস্থিতিতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পারুলীয়া বাজার,কুলিয়া বাজার,সখিপুর মোড় ও দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুজব বিরোধী মাইকিং করা হয়েছে।এছাড়া পাড়া মহল্লায় গ্রামের সাধারন মানুষদের সাথে নিয়ে গুজবে কান না দিতে কাউন্সিলিং করা হয়েছে।

কলারোয়া থানার সাব-ইন্সপেক্টর ফারুক হোসেন আপডেট সাতক্ষীরা কে জানান, মঙ্গলবার সন্ধায় কলারোয়া জয়নগর ইউনিয়ন পরিষদে গুজোব বিরোধী আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সেখানে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার প্রধান অতিথি হিসাবে গুজোব বিরোধী ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্রিফিং প্রদান করেন ও সেখানে আগত সাধারন জনগনের মাঝে গুজব বিরোধী লিফলেট বিতরণ করেন   ।  এছাড়াও  কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুনীর উল গীয়াসের নেতৃত্ব কাজীর হাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেধরা গুজবে কান না দিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কাউন্সিলিং করা হয়েছে।

কালিগঞ্জ থানার সহকারী সাব-ইন্সপেক্টর রুপক সাহা জানান,কালিগজ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃজামিরুল ইসলামের উপস্থিতিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে দিনভর গ্রাম্য পুলিশ ও আনসার দের সাথে গুজব প্রতিরোধ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।এছাড়া প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ও এলাকার হাট বাজার এলাকায় ইউনিয়ন পরিষদে মাইকিংয়ের মাধ্যমে গুজব বিরোধী প্রচারণা চালানো হয়েছে।

একইভাবে তালা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃহুমায়ুন কবিরের উপস্থিতিতে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃরেজাউল ইসলাম পাটকেলঘাটার কুমিরা বাস স্টান্ড সহ বিভিন্ন হাট বাজার এলাকায় হ্যান্ড মাইক নিয়ে গুজব বিরোধী প্রচারণা চালানো হয়েছে।

অপর দিকে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল,আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি আনিচুর রহমান মোল্লা একই ভাবে নিজ নিজ এলাকায় মাইকিং এর মাধ্যমে গুজোব বিরোধী প্রচারণা চালিয়েছে।

এবিষয়ে সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ প্রতিবেদক কে বলেন,সাতক্ষীরা সদর থানা,কলারোয়া থানা,দেবহাটা থানা,কালিগঞ্জ থানা,শ্যামনগর থানা,পাটকেলঘাটা থানা,তালা থানা ও আশাশুনি থানা পুলিশ হেডকোয়ার্স থেকে দিক নির্দেশনা পেয়ে থানার দায়িত্বরত সার্কেল ও অফিসার ইনচার্জ গণ নিরবিচ্ছিন্ন ভাবে ছেলেধরা গুজব সম্পর্কে স্কুল-কলেজে কাউন্সিলিং,রাস্তায় রাস্তায় রিক্সায় রিক্সায় মাইকিং ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার দের সাথে নিয়ে জোরালো ভাবে গুজব বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এছাড়া গুজব প্রতিরোধে আমাদের গোয়েন্দা পুলিশ কাজ করছে।  


তিনি বলেন, এত প্রচার-প্রচারণা করার পরেও কোন মহল যদি গুজব ছড়িয়ে নিরিহ মানুষ কে ছেলেধরা সাজিয়ে পিটিয়ে মেরে আইন নিজের হাতে তুলে নেয়,আমি তাদের উদ্যেশ্যে বলতে চাই গুজব রটনাকারী গণ সাবধান হয়ে যান। গুজব ছড়িয়ে নিরিহ মানুষ কে গণপিটুনি দিলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিচ্ছিত করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন