সাতক্ষীরার ঝাউডাঙ্গায় একটি পাটক্ষেতে গলায় ফাঁস লাগানো আলামগীর হোসেন আলম (৩৫) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের পাটক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।

নিহত আলমগীর হোসেন আলম গোবিন্দকাটি গ্রামের ফকির সরদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তিনি ছিলেন সাতক্ষীরার সংগ্রাম পরিবহনের সুপারভাইসর।

ঘটনাস্থল থেকে সদর থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, তার দেহে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ফাঁস লাগানোর চিহ্ণ পাওয়া গেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা  শোনার পরপর ই সাতক্ষীরার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন   ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গোবিন্দকাটির একটি পাটক্ষেত থেকে আলমগীর হোসেনের মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য  সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো অজ্ঞাত নামা আসামিদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ।আমরা আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অজ্ঞাত নামা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।     

সূত্রঃ দৈনিক সাতক্ষীরা ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন