মহান শোকের মাস আগষ্ট মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে কমিউনিটি সার্ভিস প্রোভাইডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৪ টায় রাজ্জাক পার্কের শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক জনাব বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল।

এসময় প্রধান অতিথি তার ব্যক্তব্যে বলেন, আগষ্ট মাস শোকের মাস, শোকের মাস কে শক্তিতে রুপান্তরিত করে আমরা মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবাই এক যোগে কাজ করবো। তিনি বলেন আগষ্ট মাস ব্যাপি সাতক্ষীরা জেলা প্রশাসক কর্মসূচী ঘোষনা করেছেন।তারই ধারাবাহিকতা আজ সকাল থেকে সরকারি গার্লস স্কুল,বাস টার্মিটাল,কলেজ প্রাঙ্গন সহ বিভিন্ন স্কুল কলেজের আঙিনা, ড্রেন, ডোবা-নালা পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়েছে।জেলা প্রশাসক বলেন কারো জ্বর হলে তাকে নিয়ে হাসপাতালে চলে যাবেন ডেঙ্গু পরিক্ষা করতে।তিনি বলেন হাসপাতালে প্রত্যেকটি রোগীর বেডে মশারী টানাতে হবে।মশারীর সংকট থাকলে আমি মশারীর ব্যবস্থা করে দেবো।তিনি বলেন আপনারা আপনাদের বাড়ির ছাদের টপ,ফুলের বাগান সহ বাড়ির আঙিনা নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে এডিশ মশা আর বংশ বিস্তার করতে পারবেনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন জনাব ডাঃ আবু শাহিন, জনাব রওশন আরা জামান,উপপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা,সাতক্ষীরা ও জনাব দেবাশীষ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার,সাতক্ষীরা সদর,সাতক্ষীরা।অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ডেঙ্গু সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।

পরে একই অনুষ্ঠানের শেষে ডেঙ্গু পরামর্শ সভায় জেলা প্রশাসক ও সিভিল সার্জন ডেঙ্গু জ্বরে করণীয় চিকিৎসা ও সচেতনতা সম্পর্কে আলোচনা করেন। সভায় এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলার স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃআবুল হোসেন,উপজেলা  পরিবার পরিকল্পনা অফিসার মোঃনকিবুল হাসান, মেডিকেল অফিসার ক্লিনিক ডাঃ লিপিকা বিশ্বাস,মেডিকেল অফিসার( Momch-fp) ডাঃআমিনুল ইসলাম, মেডিকেল অফিসার(Momch-fp) হোসনেয়ারা হোসেন সহ সাতক্ষীরা সদর উপজেলার সকল এসএসিএমও, এফডব্লুউ ভি, সকল এফপিআই, সকল স্বাস্থ্য সহকারি,সকল সিএইচসিপি বৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।            





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন