একটানা ১৩ মাসে ১২ বার জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান।রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।
উক্ত কল্যাণ সভায় জুলাই/১৯ মাসের অপরাধ পর্যালোচনা করে জেলার মধ্যে অপরাধ দমনে আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসময় ওসি মোস্তাফিজুর রহমানের হাতে জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ক্রেস্ট তুলে দেন।এছাড়া সদর থানায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলায় প্রথম ক্যাটাগরীতে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সদর থানার সাব-ইন্সপেক্টর হাসান রহমান,অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলায় ২য় ক্যাটাগরীতে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন সদর থানার এসআই তরিকুল ইসলাম সুমন ও এসআই তসলিম উদ্দিন । অপর দিকে অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন সদর থানার এএসআই নাসির ও এএসআই রাশেদ।
অপর দিকে অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার পূর্ব জোনের শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃআঃসালাম।আশাশুনি থানার এস আই বেল্লাল হোসেন প্রতিবেদক কে জানান গতমাসের ন্যায় এ মাসেও আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃআঃসালাম পূর্বজোনের শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন।অপর দিকে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ এসআই হিসাবে সন্মাননা ক্রেস্ট অর্জন করেছেন ডিবির সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম।
মাসিক কল্যাণ সভার শুরুতেই নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) মহান আগষ্ট মাস জাতীয় শোকের মাস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করেন সকল পুলিশ সদস্যদের সাথে নিয়ে।পরে পুলিশ সদস্যদের উদ্যেশ্যে পুলিশ সুপার ঈদুল আযহা উপলক্ষে ব্রিফিং প্রদান করেন।সভায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃজামিরুল ইসলাম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আলী আহমেদ হাশমী,সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোমিন হোসেন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।