শেখ আরিফুল ইসলাম আশা: কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিক, গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ আগষ্ট কালিগঞ্জ থানা চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) বার।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে মুল্যবান বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।মতবিনিময় সভায় পুলিশ সুপার সবাই কে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে বলেন,সাতক্ষীরার মানুষ শান্তি প্রিয় মানুষ।সেই শান্তি প্রিয় মানুষ কে অশান্তিতে রাখার জন্য ২০১৩-১৪ সালে একটি কুচক্রী মহল চাঁদে মানুষ দেখা গেছে বলে গুজব ছড়িয়ে বিশৃংখলা তৈরি করে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে,রাস্তায় গাছ কেটে ফেলে সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছে।পরে আইন-শৃঙ্খলা বাহিনীর আপ্রাণ চেষ্টায় সাতক্ষীরা কে সেই পরাজিত শকুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।পুলিশ সুপার বলেন ২০১৪ সালের পুলিশ আর আজকের পুলিশ এক নয়।বর্তমান পুলিশ অনেক বেশি আধুনিক ও প্রশিক্ষণ প্রাপ্ত । তারা এখন যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম।তাই সেই কুচক্রী মহলের উদ্যেশ্যে বলতে চাই কোন রকম ঘোলা পানিতে মৎস স্বীকার করার চেষ্টা করবেন না।

পুলিশ সুপার আরো বলেন,মাদক সমাজের যুবসমাজ কে ধ্বংস ধ্বংস করে দিচ্ছি তাই মাদকের বিরুদ্ধে পুলিশ সব সময়ই জিরো টলারেন্স নিয়ে কাজ করবে।আপনারা পুলিশ কে কোন অপরাধ দেখলে তথ্য দিন। জনগনের সহযোগীতা ছাড়া পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। তিনি বলেন সম্প্রতি ছেলে ধরা গুজব ও ডেঙ্গু জ্বর নিয়ে মানুষ আতঙ্কে আছে।গুজবের বিষয়টি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কড়া তৎপরতায় সোশ্যাল মিডিয়াতে ইদানিং আর দেখা যাচ্ছেনা।তবে ডেঙ্গু জ্বর নিয়ে এখনো মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।পুলিশ সুপার বলেন, ডেঙ্গু জ্বরে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই।সচেতনতা ই ডেঙ্গু প্রতিরোধে যথেষ্ট।তিনি বলেন,এডিশ মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয়, তাই বসত বাড়ির আঙিনা, ড্রেন, ফুলের টবে জমে থানা পানি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন সেখানে কোন অবস্থাতেই এডিশ মশা বংশ বিস্তার করতে না পারে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম , কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কওছার তুহিন, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন প্রমুখ।

পরে একই দিন বিকালে পুলিশ সুপার দেবহাটা থানা পরিদর্শন করেন এবং দেবহাটায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার।

এসময় দেবহাটা থানা পুলিশের একদল চৌকশ পুলিশ পুলিশ সুপার কে গার্ড অফ অনার (সালামী)  প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন