বিশিষ্ঠ চিত্রশিল্পী এম এ জলিলের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, সদস্য সচিব আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলুসহ কমিটির সকলস্তরের নেতৃবৃন্দ। বিবৃতি বলা হয়েছে, এম এ জলিলের মত একজন সজ্জন ব্যক্তির মৃত্যুতে সাতক্ষীরার শিল্প সাহিত্য সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত মানুষ শোকে মূহ্যমান। বিবৃতিকে বলা হয় এম এ জলিলের মৃত্যুতে সাতক্ষীরাবাসী একজন আলোকিত গুণী শিল্পীকে হারালো। তার মৃত্যুতে শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো, যা সহসাই পূরণ হবার নয়।
এদিকে মঙ্গলবার দুপুরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এম এ জলিলের জানাযার নামাজ পড়ানো হয়।সেখানে শতশত মুসল্লী কিংবদন্তি এই চিত্র শিল্পীর জানাযায় অংশ গ্রহণ করেন।সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ,নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা, পৌর মেয়র, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ,দৈনিক পত্রদূতের সম্পাদক ও চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ,নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ও জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট ফাহিমুল হক কিসলু,ক্রিয়া সংস্থার তৈয়েব হাসান বাবু, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাছুম,সাবেক পিপি এডভোকেট ওসমান গনি,সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নকিবুল হাসান,শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন সহ অসংখ্য শুভা কাঙ্খিনীরা জানাযার নামাজে শরীক হন।জানাযার নামাজের আগে মৃতের নিথর দেহ রাজ্জার্ক পার্কে আনা হলে কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমিটির এক্সিকিউটিভ মেম্বার কল্যাণ ব্যানার্জী। এসময় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।