মাহফিজুল ইসলাম আককাজ: ‘নিরাপদ থাকুন ডেঙ্গুর বিস্তার রোধে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে ডেঙ্গু সচেতনতা ও জলাবদ্ধতা নিরসন পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের মাগুরা মিলগেট এলাকায় লাবসা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। এসময় তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সুস্থ্য জাতি গঠনে জলাবদ্ধতা নিরসনের কোন বিকল্প নেই। লাবসা ইউনিয়নের অনেক জায়গায় জলাবদ্ধতা থাকে দীর্ঘদিন। একই স্থানে দীর্ঘদিন পানি জমে থাকলে ডেঙ্গুর বংশ বিস্তার হয়। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। লাবসা ইউনিয়নের নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান এবং সেই সাথে লাবসা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।’ পরে লাবসা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম’র নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।


এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্য মঞ্চের সভাপতি অধ্যাপক আনিছুর রহিম, সদস্য এ্যাড. ফাহিমুল হক কিসলু, উপসহকারি কৃষি অফিসার অমল ব্যাণার্জী, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য আবু সাঈদ, আজিজুল ইসলাম, কাজী মনিরুজ্জামান মনি, জামির হোসেন, মো. মনিরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি, মাসুদা খাতুন, সুফিয়া খাতুন, লাবসা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা, জেলা শ্রমিক লীগ নেতা মো. গাউস আলী, শেখ এনামুজ্জামান নিপ্পন, আবুল হোসেন খোকন, শেখ শওকত হোসেন, পবিত্র ব্যাণার্জী, মো. শাহাজান প্রমুখ। এসময় লাবসা ইউনিয়নের ইউপি সদস্য, ন্যাশনাল সার্ভিসের কর্মী ও লাবসা ইউনিয়নের নাগরিকরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন