শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।কল্যাণ সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশ সদস্যদের কাছে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্যা সমূহ শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।এসময় পুলিশ সদস্যদের উদ্যেশ্যে পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলায় কোন মাদক -সন্ত্রাস – জঙ্গী ও চাঁদা বাজ থাকবেনা।তিনি বলেন সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ কে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করতে হবে।পুলিশ সুপার আরো বলেন, কোন নিরিহ মানুষ কে হয়রানী করা যাবে না। নিরিহ মানুষ কে হয়রানী করলে তার পোশাক খুলে নেওয়া হবে বলে হুশিয়ারী দেন জেলার এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।

কল্যাণ সভায় এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমী, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান, ট্রাফিক পুলিশের ইনচার্জ কামরুল হাসান সহ সকল ইউনিটের প্রধান গণ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশ সুপার জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন।এসময় প্যারেড কমান্ডার হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার কে সালামী প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন