ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারে এগিয়ে আছেন সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল।গতকাল তিনি একটি বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে ঘোষনা করেন আগামী এক সপ্তাহ বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ হিসাবে ঘোষনা করা হলো। এই বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে চেয়ারম্যান দের নেতৃত্বে একটি করে ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করে দিয়েছেন ।সেই কমিটির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।জেলা প্রশাসক তার ডেঙ্গু সচেতনতা মুলক ব্রিফিংয়ে আরো বলেন প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে এবং এডিশ মশা নিধনে ঔষধ ছিটাতে হবে।তিনি বলেন যে ইউনিয়ন বেশি পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করতে পারবে তাদের কে আমি প্রণোদনা ক্রেস্ট দেবো।তিনি বলেন ইউনিয়নের প্রত্যেকটি বাড়ি বাড়ি পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান চালাবেন একটি খানাও যেন বাদ না যায়, তিনি বলেন আমি একটি সার্ভে টিম পাঠাবো যাচাই করতে যে কোন ইউনিয়ন বেশি পরিস্কার পরিচ্ছন্ন হয়েছে। আমার সার্ভে টিমের প্রতিবেদন অনুযায়ী আমি সেই ইউনিয়ন কে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে প্রণোদনা ক্রেস্ট দেবো। জেলা প্রশাসক চেয়ারম্যান দের উদ্যেশে আরো বলেন আপনারা নিজ নিজ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবেন, ইউনিয়নে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে প্রতিদিন কয়জন করে লোক যাচ্ছে মশা মারার ঔষধ ছিটাতে তার একটা প্রতিবেদন আপনারা এক সপ্তাহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিকাল ৫ টার মধ্যে দিবেন।আবার ইউএনও ঐ প্রতিবেদন রাত ৮ টার মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠাবেন।তিনি বলেন এই সাত দিনের মধ্যে যে ইউনিয়ন বুকে হাত দিয়ে ঘোষনা দিতে পারবে আমার ইউনিয়নে কোথায় অপরিষ্কার নেই তাদের কে আমি প্রণোদনা বাড়াতে ক্রেস্ট প্রদান করবো।এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম সহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের ঐ বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ ঘোষনা করার পরের দিন থেকে ব্যাপক সাড়া ফেলেছে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে।সাতক্ষীরা সদর উপজেলার প্রশাসন সূত্রে জানা যায়, বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের প্রথম দিনে বাশদহা, কুশখালী, বৈকারী, আলিপুর, ফিংড়ি, ব্রক্ষ্মরাজপুর ও ধুলিহর গ্রামে এক যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ।এসময় প্রত্যেকটি ইউনিয়নেেে বাড়ি বাড়ি এডিশ মশা নিধনের ঔষধ ছিটিয়েছেন কমিটির সদস্যরা।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারণা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্ত্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার খোজ খবর নিতে রবিবার রাতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক মোস্তফা কামাল।এসময় তিনি রোগী,ডাক্তার ও নার্সদের সাথে কথা বলেন। পরে তিনি ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসার জন্য সংশিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।