ভোমরা বন্দরে সিএন্ডএফ এবং শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের সাথে স্থলবন্দরের কর্মকর্তাদের মত-বিনিময় অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে ভোমরা স্থলবন্দরের প্রশাসনিক ভবনে সিএন্ডএফ এবং শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন দাবী-দাবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দরের অন্যতম সদস্য যুগ্ম সচিব জনাব শেখ আলমগীর হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সিএন্ডএফ নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন অভিযোগের বিষয় গুলো ধৈয্য ধরে শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।এদিকে সিএন্ডএফ নেতৃবৃন্দের অযৌক্তিক দাবীর বিরুদ্ধে ভোমরা স্থল বন্দরের উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম সরকারি নীতিমালা অনুযায়ী ব্যাখ্যা প্রদান করেন।

এসময় মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), এনএসআই এর ডিডি  জনাব মো. জাকির হোসেন , ভোমরা কাস্টম্স এর রাজস্ব কর্মকর্তা  জিএম সাফিয়ার রহমান,  সহকারী পরিচালক এনএসআই ইশতিয়াক আহমেদ ,  জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও সাবেক সিএন্ডএফ সভাপতি আশরাফুজ্জামান আশু, প্রথম আলোর  নিজস্ব  প্রতিবেদক  সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ  বাপ্পী,ভোমরা বিজিবির ক্যাম্প কমান্ডার জনাব জহির উদ্দিন বাবর,ভোমরা ইমিগ্রেশনের আইসি জুয়েল হাসান, সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম,সহ অন্যান্য নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন