নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার মুনজিতপুর গ্রামের একাডেমি মসজিদের পাসে অবস্থিত এক বাড়ি থেকে নয় জুয়াড়ি সহ জুয়ার সরঞ্জাম আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শহরের মুনজিতপুরে ঐ বাড়িতে অভিযান চালায় পুলিশ । এ সময় বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর ) হারান চন্দ্র পাল জানান, গোপন সূত্রে খবর পেয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর এর দিক নির্দেশনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এর তত্বাবধানে ও সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকা কয়েক কার্টুন তাস, গোলাকার টেবিল এবং খাতাপত্র জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন মো. কামরুজ্জামান, মো. আলাউদ্দিন, সাইফুল ইসলাম, গোলাম রব্বানি, শরিফুল ইসলাম, মো. শাহিন, আব্দুর রাজ্জাক, মাহমুদুল হক ও মো. জামাল।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন প্রতিবেদক কে বলেন গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনজিতপুর এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়ি কে আটক করা হয়েছে। তিনি বলেন অভিযানে নগত ৪৯ হাজার টাকা, একটি জুয়ার বোর্ড, ১ টি টেবিল, হিসাবের খাতা-কলম সহ প্রচুর পরিমানে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান আটককৃত দের নামে সাতক্ষীরা সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন