সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের দ্বিতীয়তলার ছাদের ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) নিজ হাতে (ইট-বালি-সিমেন্ট মাখানো) মশল্যা বিমের মধ্যে ঢেলে আনুষ্ঠানিক ভাবে ঢালাই কাজের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
ঢালাই কাজের উদ্বোধন শেষে পুলিশ লাইন্স জামে মসজিদের ঈমাম আল্লাহর দরবারে দোয়া (মোনাজাত) করেন যেন ভালো ভাবে মসজিদের কাজ দ্রুত সম্পন্ন হয়।এসময় ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত ওসি হারাণ চন্দ্র, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান সহ পুলিশ লাইন্সের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।
প্রাসংঙ্গত : প্রতি জুম্মার নামাজের সময় পুলিশ লাইন্স মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে এসে জাগার স্বল্পতার কারনে গাদাগাদি করে দাড়িয়ে নামাজ আদায় করতে হয়। বিষয়টি নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দৃষ্টিতে আসতে তিনি মসজিদটি দ্বিতীয় তলা করার চিন্তা করেন। ধর্মপ্রাণ মুসল্লীরা যাতে শান্তিতে দাড়িয়ে নামাজ আদায় করতে পারে সে লক্ষে বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার মসজিদের ২য় তলার ছাদ ঢালায় কাজের শুভ উদ্বোধন ঘোষনা করেন।