ডুমুরিয়ায় শ্রী শ্রী সর্ব মঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্স পরিদর্শনে খুলনা রেঞ্জ ডিআইজি মহিদ উদ্দিন।।

দ্বারা zime
০ মন্তব্য 280 দর্শন

 

 

শারদীয় দুর্গা উৎসবের মহা নবমীতে ফুল ও ফলের ঝুড়ি নিয়ে ডুমুরিয়ার সর্ব মঙ্গলা মাতৃ মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনে গেলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম,(বার)।সোমবার রাতে ডুমুরিয়া ও চুকনগর বাজারের কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি মহিদ উদ্দিন।

পরিদর্শন কালে পুজা মন্ডপের পুজা উদযাপন কমিটির জন্য খুলনা রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা স্বরুপ রজনী গন্ধা ফুল ও ঝুড়ি ভর্ত্তি ফল উপহার দেওয়া হয়।

এসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন এন্ড ফিন্যান্স)   মোঃ হাবিবুর রহমান বিপিএম,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম , খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন,খুলনা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান,ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও পূজা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে রেঞ্জ ডিআইজি মন্ডপে আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের ব্রীফ করেন।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বিশ্বস্ত  সূত্রে জানা যায় মহানবমীতে  সোমবার সন্ধায় খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) সর্ব প্রথম ঝিনাইদহ ষাটবাজার পূজা মন্ডপে যান পরিদর্শনে সেখানে তিনি পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন ও রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে ফুল ও ফলের ডালি শুভেচ্ছা জানান পূজা উদযাপন কমিটিকে ।। এরপর ঝিনাইদহ থেকে সোজা রেঞ্জ ডিআইজি যশোরের  রামকৃষ্ণ মিশন ও নিলয় মহাশ্মশান পূজা মন্ডপ পরিদর্শনে যান।সেখানে একই ভাবে  পূজা উদযাপন কমিটি কে খুলনা রেঞ্জ ডিআইজির  পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সর্বশেষে খুলনা রেঞ্জ ডিআইজি ডুমুরিয়ার সর্ব মঙ্গলা মাতৃ মন্দির ও চুকনগর বাজারের  কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন শেষে নিজ কার্যালয়ে  ফিরে আসেন বলে জানা গেছে।        







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন