সাতক্ষীরা জেলায় জেলা প্রশাসক হিসাবে চাকুরীতে ০১বছর পূর্ণ হওয়ায় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল কে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।বুধবার বেলা ১২.৩০ মিনিটের দিকে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম (বার) জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন  জানান।

প্রাসংঙ্গত: সাতক্ষীরা জেলায় গত বৎসর ০৯/১০/২০১৮ খ্রিষ্টাব্দে সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক  পদে যোগদান করেন এসএম মোস্তফা কামাল । যোগদানের কয়েক মাসের ভিতরে তিনি সাতক্ষীরা জেলার সর্বস্থরের মানুষের শ্রদ্ধা ও ভক্তি অর্জন করেছেন।বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা কে পরিস্কার পরিচ্ছন্নতা করার লক্ষে ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা কর্মসূচী হাতে নিয়েছেন এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।মাত্র এক বৎসর সময়ের মধ্যে জেলা প্রশাসক যেসব কাজের জেলা বাসীর মন পেয়েছেন সেগুলো সংক্ষিপ্ত আকারে নিন্মে দেওয়া হলো:

🌴ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা কর্মসূচীর মাধ্যমে সাতক্ষীরা জেলা শহরের প্রত্যেকটি রাস্তা-ঘাট চকচকে-ঝকঝকে করে তোলার জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।শহরের শিল্পকলা একাডেমীর পিছনে একটি ডাস্টবিন ছিলো, সেখানে মানুষজন ময়লা আবর্জনা ফেলে রেখে যেতো কিন্তু জেলা প্রশাসকের চেষ্টায় ডাস্টবিন এখন ফুলের বাগানে পরিনত হয়েছে।

🚒🚚 শহরে যানজট কমাতে জেলা প্রশাসক শহরের বিভিন্ন বাস ষ্টান্ড মোড়ে সাইটবোর্ড টানিয়ে লিখে দিয়েছেন কোন বাস যাত্রী নামানোর জন্য ৩ মিনিটের বেশি অপেক্ষা করতে পারবেনা।এ নিয়ম ভঙ্গ করলে বাস চালকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে শাস্তির আওতায় আনা হবে জানিয়ে সাইনবোর্ড টানানো হয়েছে। ফলে শহরে এখন যানজট আগের তুলনায় অনেক কমেছে।

🐙 সম্প্রতি সারা দেশে ডেঙ্গু দেখা দিলে সাতক্ষীরায় ডেঙ্গু বিস্তার করে। এসময় ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসক বাড়ি বাড়ি গিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে এডিশ মশা নিধন করেন।শুধু তাই নয় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক সরকারি হাসপাতালে বিনা মুল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য ডেঙ্গু কর্ণার স্থাপন করেন।এছাড়াও জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে শহরের মোড়ে মোড়ে জারি গান / যাত্রা গানের আয়োজনের মাধ্যমে সচেতনতা মুলক পথ সভা করেন।

🌼 প্রতি বুধবার গণশুনানির মাধ্যমে সমস্যা গ্রস্থ্য মানুষের পাসে দাড়ান সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

🎓 মেধাবী শিক্ষার্থীদের থেকে শুরু করে বিরল রোগে আক্রান্ত মানুষের পাসে দাড়ান অবিভাবকের মত সাতক্ষীরার ডিসি মোস্তফা কামাল।
🏒অবৈধ দখল দার, সরকারি সম্পত্তি উদ্ধার, প্রাণ সায়ের সৌন্দর্য বৃদ্ধির চেষ্টায় তিনি সব সময় নিজেকে ব্যস্ত রেখেছেন।

🎎জেলায় বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও ভেজাল বিরোধী অভিযানে জেরা প্রশাসকের কার্যক্রম প্রশংসার দাবিদার।

🏏জেলার ক্রিয়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে তিনি সব সময় সহযোগিতা করেন।

প্রতিবেদক বলেন উপরোক্ত উন্নয়ন মুলক কাজ ছাড়াও আরো অনেক অর্জন আছে সাতক্ষীরা জেলা প্রশাসকের।যেগুলো DC Satkhira Mostafa Kamal fb id এর ওয়ালে গেলে উপলব্ধি করা যাবে।সর্বপরি সাতক্ষীরার সুশিল সমাজ মনে করেন জেলা প্রশাসক যদি মাত্র এক বৎসর সময়ে জেলা কে এত সুন্দর ভাবে সাজাতে পারেন তাহলে বাকি সময় গুলোতে সাতক্ষীরা জেলা কে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল জেলা হিসাবে গড়ে তুলতে পারবেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন