সাতক্ষীরা ডিবির অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ইন্সপেক্টর মো: মহিদুল ইসলাম । বৃহস্পতিবার সন্ধায় তিনি আনুষ্ঠানিক ভাবে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।যোগদান করার পর সাতক্ষীরা গোয়েন্দা শাখার পরিদর্শক হারাণ চন্দ্র পালের নেতৃত্বে ডিবির সেকেন্ড অফিসার হাফিজুর রহমান,এস আই মোঃ ফরিদ হোসেন, এসআই মোঃ মুনিরুল ইসলাম,এএসআই মোঃজসিম উদ্দীন,এএসআই ফজলুল করিম,এএসআই নূর আযম,এএসআই প্রদীপ কুমার, কনস্টেবল কামরুজ্জামান,কনস্টেবল তোফায়েল, কনস্টেবল সিরাজুল,কনস্টেবল নজরুল ইসলাম, কনস্টেবল আশিক মোহাম্মদ গালিব,কনস্টেবল মোহাম্মদ বকুল,কনস্টেবল মোঃ জহির হোসেন সহ গোয়েন্দা শাখার সকল সদস্য নবাগত অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ মহিদুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।
প্রাসংঙ্গত:ডিবির নবাগত অফিসার ইনচার্জ মো:মুহিদুল ইসলাম ২০০৮ সালে আউট সাইট ক্যাডেট (সাব-ইন্সপেক্টর) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।এরপর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ডিভিশনের উত্তরা মডেল থানা ও গুলশান ডিভিশনের গুলশান থানায় সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তিনি পদন্নোতি পেয়ে ২০১৭ সালে সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে যোগদান করেন।সাতক্ষীরা সদর থানায় দুই বৎসরের মত সময় দায়িত্ব পালন কালে সদর উপজেলার মাদক-জঙ্গি ও সন্ত্রাস দমনে তিনি বিশেষ অবদান রেখেছেন।
যশোর জেলার বাঘারপাড়া থানার মোঃ আবু তাহের পাটোয়ারী ও আমেনা খাতুনের সেজো পুত্র ওসি মহিদুল ইসলাম।ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, একটি পুত্র ও একটি কণ্যা সন্তান আছেন। তিনি যেনো সাতক্ষীরা জেলা থেকে মাদক-জঙ্গি ও সন্ত্রাসবাদের মত অপরাধ গুলো নির্মুল করতে পারেন সে কারনে তিনি জেলার সকল স্থরের মানুষের সহযোগিতা কামনা করেছেন সাথে সাথে তিনি জেলার সাংবাদিক সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেছেন।