সিটিজেন জার্নালিষ্ট (জিমি): ট্রাফিক বিভাগকে ডিজিটালাইজেশন ও সচ্ছতা করার লক্ষ্যে খুলনা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে আয়োজিত ই-ট্রাফিক প্রসিকিউসন ও ফাইন পেমেন্ট সিস্টেম প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সন্মেলন কক্ষে ই-ট্রাফিক প্রসিকিউসন ও ফাইন পেমেন্ট সিস্টেম প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।
কর্মশালায় খুলনা রেঞ্জের দশ টি জেলার অতিরিক্ত পুলিশ সুপার গণ,দশ জেলার ট্রাফিক ইন্সপেক্টর, দশ জেলার ট্রাফিক সার্জেন্ট গণ অংশ গ্রহণ করেন।কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)।প্রশিক্ষণ কর্মশালায় রেঞ্জ ডিআইজি বলেন জনগণের দূর্ভোগ ও ভোগান্তি কমাতে খুলনা রেঞ্জের দশটি জেলার ট্রাফিক বিভাগকে ডিজিটালাইজেশন ও সচ্ছতা করা হবে।তিনি বলেন ই-ট্রাফিক প্রসিকিউসন চালু হলে খুলনা রেঞ্জে কোন অবৈধ যানবাহন(ভূয়া কাগজ পত্র নিয়ে) রাস্তায় চলাচল করতে পারবেনা।ফলে সড়কে দূর্ঘটনার পরিমান ও হৃাস পাবে।
এসময় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবুর রহমান বিপিএম,অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশনস্) এ কে এম নাহিদুল ইসলাম(বিপিএম),রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার(ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন)আবু হেনা খন্দকার অহিদুল করিম,খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো: শরফুদ্দীন সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থী হিসেবে খুলনা রেঞ্জাধীন জেলা পুলিশের (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল কুষ্টিয়া, চুয়াডাংগা ও মেহেরপুর) জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট, টিএসআই ও পুলিশ হেডকোয়ার্টার্স হতে আগত প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।