খুলনার তেরখাদায় ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস এবং মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধ সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০.৩০ মিনিটে তেরখাদা থানধীন পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস এবং মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যলয়ের প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওয়ালিয়ার রহমান, ডিআইজি(অবঃ), বাংলাদেশ পুলিশ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ড.খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি মহিদ উদ্দিন বলেন,যেকোন মূল্যে খুলনা রেঞ্জ থেকে মাদক-জঙ্গি ও সন্ত্রাসবাদ কে বিতাড়িত করা হবে।তিনি বলেন একটি পরিবারে যদি একটি ছেলে মাদকাসক্ত হয় তাহলে ঐ পরিবার ধ্বংস হতে বেশি দিন লাগেনা। মাদকের টাকা যোগাড় করতে গিয়ে উঠতি বয়সের তরুনেরা সমাজে চুরি-ডাকতি ও ছিনতাইয়ের মত জঘন্যতম অপরাধে জড়িয়ে পড়ে।তিনি অবিভাবকদের উদ্যেশ্যে বলেন আপনার সন্তান কোথায় যায়? কাদের সাথে মেশে? নিয়মিত স্কুল-কলেজে যায় কিনা সেটা খেয়াল রাখুন।তিনি বলেন আপনার সন্তান কে সামাজিক ও নৈতিক শিক্ষা প্রদান করুন যেন ইভটিজিং এর মত অপরাধ ও ইন্টারনেটের অপব্যাবহার থেকে দুরে থাকে।তিনি বলেন সমাজে কোন অপরাধ দেখলে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ কে  ফোন দিন। পুলিশ কে বিপদের বন্ধু ভেবে অপরাধ দমনে পুলিশ কে তথ্য দিন। বিশেষ প্রয়োজনে ৯৯৯ এ জাতীয় জরুরি সেবায় ফোন দিয়ে পুলিশের সেবা নিন।   

   

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো: নূর আলম সিদ্দিকী, তেরখাদা থানার ওসি,আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উক্ত বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও তাদের অবিভাবকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন