জীবনের জন্য গাছ। জীবিকার জন্য গাছ। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের পরম বন্ধু। বন্ধুকে ভাল বাসতে হবে। গাছ আমাদেরকে নানাভাবে উপকার করে আসছে।যেমন বুলবুল থেকে সাতক্ষীরা তথা দেশকে রক্ষা করেছেন। ২০১৩ সালে দুর্বত্তরা সাতক্ষীরায় গাছ উজাড় করেছিল। এ জন্য সাতক্ষীরাকে নতুনভাবে সাজানো হচেছ। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যাক গাছ লাগানো হয়েছে। বই মেলায় নতুন যোগ হয়েছে সাংবাদিক ইয়ারব হোসেনের গাছের পাঠশালা। ইয়ারব হোসেন শতাধিক হারানো ও বিলুপ্ত প্রজাতির গাছ প্রদর্শন করে বই মেলার বাড়তি আনন্দ যোগ করেছে। শুক্রবার ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছ বিতরনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাতে বই মেলায় গাছের পাঠশালার পরির্দশন করেন। তিনি গাছের সাথে পরিচিত হন। পরে বই মেলায় ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ বিতরন করেন। এ সময় গাছ হাতে দিয়ে ছাত্র ছাত্রীদের শপথ পড়ান। তিনি বলেন গাছের সাথে বন্ধুর মত ব্যবহার করতে হবে। গাছ নিধন করা যাবে না। দুনীতিমুক্ত দেশ গড়তে হবে। মাদক ও জঙ্গীবাদকে না বলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বড় হতে হবে। তিনি বলেন গাছের পাঠশালা যে কাজটি করে চলেছেন সাতক্ষীরার জন্য অনেক সুনাম বয়ে আনবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বদিউজ্জমান, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলারোয়া ও আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।