খুলনা রেঞ্জের নভেম্বর/২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিটে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সন্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।

সভায় দশটি জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক থাকায় ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরীতে অফিসার দের মাঝে সন্মাননা ক্রেস্ট তুলে দেন খুলনা রেঞ্জ ডিআইজি মহিদ উদ্দিন।
বিভিন্ন ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ অফিসারদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ, জনাব এ কে এম নাহিদুল ইসলাম,বিপিএম, অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশনস্) খুলনা রেঞ্জ, জনাব আবু হেনা খন্দকার অহিদুল করিম, পুলিশ সুপার (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন), রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারগণ, র্যা ব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন