জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে খুলনা সরকারি মহিলা কলেজে  পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে  খুলনা সরকারি মহিলা কলেজের  অধ্যক্ষ প্রফেসর  টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি  ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার),বিশেষ অতিথি হিসাবে আরো  উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম,খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান  শেখ হারুনর রশীদ  প্রমুখ।

পিঠা উৎসব অনুষ্ঠানে জাতীয় সংগীত আমার সোনার বাংলা গান গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেন,জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান এঁর  জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের এ বিশেষ আয়োজন। তিনি বলেন বঙ্গবন্ধু না থাকলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। গতকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে দেশ ব্যাপি আনন্দ উৎসব করা হয়েছে।এসময় তিনি জাতির পিতার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পরে রেঞ্জ ডিআইজি পিঠা উৎসবেের  স্টল পরিদর্শন করেন।                         

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন